সমগ্র বাংলাদেশ

হরিণের মাংসসহ বরগুনায় আটক ১

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শনিবার ভোররাতে পাথরঘাটা উপজেলা বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকায় এ ঘটনায় ইঞ্জিনচালিত নৌকাসহ একজনকে আটক করেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটক আবদুস সোবাহান (৫৬) পাথরঘাটা উপজেলার চরদিয়ানি বাজার এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোররাত ৪টার দিকে পাথরঘাটা উপজেলা বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে ‘মাথাসহ আনুমানিক ২০ মণ হরিণের মাংস এবং একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।’

এ ঘটনায় আবদুল সোবাহানকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে উল্লেখ করে তিনি বলেন, জব্দ করা ইঞ্জিনচালিত নৌকা ও আটক আবদুস সোবাহানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানিয়েছেন, হরিণের মাংসসহ একজনকে আটক করার বিষয়টি কোস্টগার্ডের পক্ষ থেকে তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে থানায় লিখিত কোন অভিযোগ হয়নি।

SCROLL FOR NEXT