সমগ্র বাংলাদেশ

নওগাঁয় ২৩ লাখ টাকাসহ উচ্চমান সহকারী আটক

Byনওগাঁ প্রতিনিধি

কমিশনের রাজশাহী দপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, বুধবার বিকালে জেলা সঞ্চয় অধিদপ্তরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হাসান আলী জেলার বদলগাছী উপজেলার পাথরাবাড়ী গ্রামের মো. তছির উদ্দিনের ছেলে। তাকে নওগাঁ থানায় দেওয়া হলে পুলিশ আদালতে পাঠায়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

দুদক কর্মকর্তা আলমগীর বলেন, হাসানের বিরুদ্ধে ৬০ গ্রাহকের আমানতের দুই কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।

“তাকে ২২ লাখ ৮৭ হাজার টাকাসহ আটকের পর আদালতের নির্দেশে পুলিশ কারাগারে পাঠায়।”

এর আগে গত ২৫ জুন জেলা সঞ্চয় অধিদপ্তরের অফিস সহায়ক সাদ্দাম হোসেনকে আটক করে দুদক।

গত জুনে বিভাগীয় অডিটে এই অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে সঞ্চয় অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির হোসেন গত ১৫ জুন মামলা করেন।

দুদক কর্মকর্তা আলমগীর বলেন, মামলাটি তদন্ত করছে দুদক। আটক সাদ্দাম হোসেনকে জিঙ্গাসাবাদ করে তার দেওয়া তথ্য ও গোয়েয়ন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান আলীকে আটক করা হয়।

SCROLL FOR NEXT