সমগ্র বাংলাদেশ

গাইবান্ধায় মাদক মামলায় দুইজনের ১০ বছর সাজা

Byগাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। এটা না দিলে তাদের আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ কোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের সজলের স্ত্রী লিলি বেগম ওরফে নাইকা (৪২) ও রিজু মণ্ডল।

রায় ঘোষণার সময় লিলি আদালতে ছিলেন। রিজু আদালত থেকে জামিনের পর পলাতক রয়েছেন।

ওই আদালতের পিপি শফিকুল ইসলাম শফিক মামলার নথির তথ্য দিয়ে জানান, ২০১৭ সালের ১৩ অক্টোবর বড় গোপালপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে লিলির বাড়ি থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো ১৫ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় লিলি পালিয়ে গেলেও তার সহযোগী রিজুকে পুলিশ আটক করে। পরে লিলিও আটক হন।

এ ঘটনায় লিলি ও রিজুর বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি শফিকুল বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় দিয়েছে। পলাতক আসামি গ্রেপ্তারের দিন থেকে তার সাজা শুরু হবে।

SCROLL FOR NEXT