সমগ্র বাংলাদেশ

১৭ বছর আগের হত্যা মামলায় ঝালকাঠিতে দুই জনের প্রাণদণ্ড

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোমবার দুপুরে ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের আবুল হোসেনের ছেলে খায়রুল আলম ওরফে শেখ হাসান ও একই গ্রামের জালাল সরদারের ছেলে পিন্টাল ওরফে পিন্টু।

যাবজ্জীবনে দণ্ডিতরা হলেন একই গ্রামের আবুল হোসেনের দুই ছেলে রিপন মিয়া ও সালাম মিয়া এবং আব্দুস সোবাহানের ছেলে সাহাদাত হোসেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকমকে বলেন, ২০০২ সালের ১৭ মে রাতে রাজপাশা গ্রামের লিটন সিকদারকে হত্যা ও তাদের বাড়িতে ডাকাতি করতে যায় আসামিরা।এ সময় লিটনের মা আনোয়ারা বেগম ডাকাতদের চিনে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পরদিন সদর থানায় একাটি মামলা করা হয়।পরে মামলাটির তদন্ত ভার হস্তান্তর করা হয় গোয়েন্দা পুলিশের (সিআইডি) কাছে।

এরপর ২০০৩ সালের ১০ অক্টোবর সিআইডি পুলিশের পরিদর্শক মোজ্জাম্মেল হক একই এলাকার সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০০৪ সালের ২১ ডিসেম্বর সিআইডির তদন্ত কর্মকর্তা গাজী আশ্রাফ আলী সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

SCROLL FOR NEXT