সমগ্র বাংলাদেশ

কিশোরগঞ্জে ট্রলারডুবি, মা-ছেলেসহ নিহত ৩

Byকিশোরগঞ্জ প্রতিনিধি

শনিবার বিকালে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া গ্রামে ছিনাই নদীর বাজারঘাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শিমলা উত্তরপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার (৩০), তার ছেলে মো. ইয়াসিন মিয়া (৭) ও গন্ধর্বপুর পূর্বপাড়ার মো. জব্বার হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (৬০)।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বলেন, ঘাটে ভিড়ার সময় অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ইঞ্জিনচালিত এই ট্রলারটি ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, পার্শ্ববর্তী তাড়াইল থেকে ২৫/৩০ জন যাত্রী ও মালামাল বোঝাই ট্রলারটি ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের ধারা গ্রামে যাচ্ছিল।

“পথে বর্শিকুড়া বাজার ঘাটে যাত্রী ওঠানামার জন্য ভিড়ার সময় যাত্রী ও মালামালসহ ট্রলারটি ঘাটেই ডুবে যায়। এ সময় ট্রলারের ছাদে থাকা যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ভেতরের যাত্রীরা আটকা পড়েন।”

ওসি বলেন, স্থানীয়রা ট্রলারের ছাদ কেটে ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। এদের মধ্যে ইয়াসমিন আক্তার ও তার শিশুপুত্র মো. ইয়াসিন মিয়ার মৃত্যু হয়।

“মোছা. আছিয়া খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।”

ওসি বলেন, এছাড়া দুর্ঘটনায় আহত করিমগঞ্জ উপজেলার করনশী গ্রামের জায়েদা খাতুন (৩০) নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

SCROLL FOR NEXT