সমগ্র বাংলাদেশ

রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ ২ জন নিহত

Byরাজশাহী প্রতিনিধি

রোববার এ দুর্ঘটনায় নিহতরা হলেন নগরের শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন রনি (৩৪) ও উপজেলার ঝিকরা সরদারপাড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে আসাদুল ইসলাম (১৩)।

রনি মোহনপুর উপজেলার ধোপাঘাটা এ কে উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক ও রাজশাহী নগর যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং আসাদুল বাগমারার ঝিকরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাএ ছিলেন।

পবা থানার এসআই মাহফুজুর রহমান জানান, পবা উপজেলার আলাই বিদিরপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুপুরে ট্রাকের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী রনি নিহত হন।

বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ইউনিয়ন পর্যায়ের খেলা বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঝিকরা বনাম যোগীপাড়ার খেলা ছিল।

“ফুটবল খেলা দেখার জন্য দুপুরে ঝিকরা বাজার থেকে ইঞ্জিন চালিত ভটভটিতে করে ২০ জন যাত্রী বাগমারার দিকে যাচ্ছিল। পথে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিয়ে ভটভটিটি  উল্টে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন।

SCROLL FOR NEXT