সমগ্র বাংলাদেশ

নড়াইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাশরাফির শ্রদ্ধা

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৃহস্পতিবার সকাল সড়ে ৯ টায় শহরের মহিষখোলা এলাকায় জেলা শিল্পকলা একাডেমির চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, নড়াইল পৌরসভা ,জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও  সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

পরে শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মাশরাফি বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এখনও বস্তবায়িত হয়নি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে মিলে এ স্বপ্ন বাস্তবায়নের কাজ করছি।”

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।

এছাড়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু  ও জেলার সিভিল সার্জন আসাদ উজ জামান মুন্সী উপস্থিত ছিলেন।

এর আগে জেলা শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়াম থেকে একটি শোক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

SCROLL FOR NEXT