সমগ্র বাংলাদেশ

মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেলার ‌শিবচর উপ‌জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোকা‌দ্দেস শা‌হিন বলেন, রোববার রাত ১টার দিকে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে রিপন হাওলাদার (৩২) নামে এই ব্যক্তি মারা যান।

এই নিয়ে মাদারীপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হল বলে সিভিল সার্জন জানিয়েছেন।

রিপন শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে। ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।

চিকিৎসক মোকা‌দ্দেস ব‌লেন, “ডেঙ্গুতে আক্রান্ত রপন ৩ অগাস্ট ঢাকা থেকে বাড়ি আসেন। ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে চলে যান। পরদিন আবার স্থানীয় পাচ্চর প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন। রোববার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান।”

মাদারীপুর সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে।

জেলার সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম বলেন, “গত ১০ দিনে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫৮ জন ডেঙ্গু রোগী। এখন পর্যন্ত দুইজন রোগী মাদারীপু‌রে চি‌কিৎসাধীন অবস্থায় ডেঙ্গু‌তে আক্রান্ত হয়ে মারা গে‌ছেন। মাদারীপুরের আরও তিন রোগী ঢাকা, ফ‌রিদপু‌র ও ব‌রিশা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছেন।”

এখন জেলার সরকারি হাসপাতালগুলোয় ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী  চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।

SCROLL FOR NEXT