সমগ্র বাংলাদেশ

বাগেরহাটে বিরোধের জেরে যুবক খুন

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামে মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান।

নিহত আব্দুস সালাম সরদার (৩৫) ছোট কুমারখালী গ্রামের এরফান সরদারের ছেলে।

আহত মোজাম সরদার, ইসমাঈল সরদার, শামীম সরদার ও রাকিব সরদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুস সালাম সরদারের ভাতিজা রাসেল সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের কবির মোল্লার সঙ্গে সালাম সরদারদের পরিবারের এলাকায় আধিপত্য বিস্তার ও জমি পূর্ব বিরোধ চলছিল।

“এর জেরে কবির মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে সালামের বাড়িতে এসে ভাংচুর করে। এ সময় বাড়ির লোকজন বাইরে বের হলে সন্ত্রাসীরা তাদের কাছে থাকা লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। এতে এই পরিবারের পাঁচজন জখম হন।”

পরে পরিবারের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন  বলে জানান রাসেল।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল এই প্রতিবেদককে বলেন, “হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।”

পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।

SCROLL FOR NEXT