সমগ্র বাংলাদেশ

ফেরিতে ছাত্রের মৃত্যু: তদন্ত দল ঘটনাস্থলে 

Byমাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল হক পাটোয়ারীর নেতৃত্বে তদন্ত দল মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ঘাটে যায়।

কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ‘কুমিল্লা’ নামের ফেরিতে গত বৃহস্পতিবার রাতে মুমূর্ষু স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। ফেরিটি এক যুগ্ম সচিবের জন্য অপেক্ষায় থেকে সাড়ে তিনঘণ্টা দেরি করে ছাড়ে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনা তদন্তে জেলা প্রশাসন ছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসি আরও দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল হক পাটোয়ারী বলেন, “তদন্তের শুরুতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সে রাতে কর্তব্যরতদের সঙ্গে কথা বলেছি।”

তদন্তে তারা কী তথ্য পেয়েছেন তা বলেননি তিনি।

SCROLL FOR NEXT