সমগ্র বাংলাদেশ

রিফাত হত্যা: গ্রেপ্তার আরও ৩

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত বরগুনা, পটুয়াখালী ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক তানভির, ফাহিমুল ও সাগরের নাম এজাহারে নেই।

পুলিশ সুপার রোববার সাংবাদিকদের বলেন, শনিবার সন্ধ্যায় বরগুনা শহরে থেকে তানভিরকে, পটুয়াখালী শহর থেকে ফাহিমুলকে আর রোববার সকালে ঢাকা থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়।

“তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে নাজমুল নামে আরও এক সন্দেহভাজনকে এবং চন্দন ও হাসান নামে দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে (২৩) স্ত্রীর সামনে কুপিয়ে জখম করে একদল লোক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার বাবা দুলাল শরীফ বৃহস্পতিবার ১২ জনকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন।

আটককৃতদের মধ্যে সাগর পুলিশ কনস্টেবল পদে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মারুফ হোসেন।

সাগর সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল লতিফ মাস্টারের ছেলে। বর্তমানে তার পরিবার বরগুনা পৌরসভার পশ্চিম আমতলা পাড় সড়কে বসবাস করছে।

SCROLL FOR NEXT