সমগ্র বাংলাদেশ

নীলফামারীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

Byনীলফামারী প্রতিনিধি

সৈয়দপুর থানার পরির্দশক মো. শাহজাহান পাশা জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলী গ্রামের হেবু মামুদের ছেলে রিকশা চালক সাইফুল ইসলাম (৩৫) ও সৈয়দপুরের উত্তরা আবাসন এলাকার নান্নু মিয়ার ছেলে রিকশার যাত্রী মোহাম্মদ মোহন (২৫)।

রোববার রাত সাড়ে ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড়ে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরির্দশক শাহজাহান বলেন, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের বাসটি বিপরীত থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী মোহন নিহত হন। আহত হন আরও দুইজন। সৈয়দপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ১১টার মারা যান অটোরিকশার চালক সফিকুল।

অটোরিকশার অপর যাত্রী পারভেজ হোসেনকে প্রথমে ওই হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়েছে বলে জানান পরির্দশক শাহজাহান।

তিনি বলেন, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। তবে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে। বাসটি থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন।

SCROLL FOR NEXT