সমগ্র বাংলাদেশ

ঈদ যাত্রা: বঙ্গবন্ধু সেতুর ৩০ কিলোমিটার গাড়ির জটে

Byটাঙ্গাইল প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে করটিয়াহাট বাইপাস এলাকা থেকে সেতুর পূর্ব পাড় পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয় মঙ্গলবার দুপুরে।

টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জীব কুমার রায় জানান, সোমবার গভীর রাত থেকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যানবাহনগুলো সিরাজগঞ্জের দিকে ঢুকতে পারায় টাঙ্গাইল অংশে আটকা পড়ে; ফলে ওই ত্রিশ কিলোমিটার এলাকায় তৈরি হয় গাড়ির জট।

সরেজমিনে দেখা গেছে, ভোরের দিকে সেতু দিয়ে গাড়ি কিছুটা থেমে থেমে চললেও সকাল ৬টা  থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর টানা সাড়ে ৯টা পর্যন্ত যানজটে বসে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয় ঈদযাত্রায় ঘরমুখোদের। 

সকাল ৯.৪০ মিনিটে বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গগামী গাড়িগুলো চলতে শুরু করে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো.মোশরারফ হোসেন জানান।

তবে ঢাকামুখী যান চলচল স্বাভাবিক রয়েছে বলে টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক ইন্সেপেক্টর মো. এসরাজুল হক জানান। 

এদিকে টাঙ্গাইলের কালিহালী এলেঙ্গা বালু ব্রিজের কাছে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

SCROLL FOR NEXT