সমগ্র বাংলাদেশ

ঝিনাইদহে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

Byঝিনাইদহ প্রতিনিধি

বৃহস্পতিবার ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি আসামির উপস্থিতিতে এ রায় গোষণা করেন।

দণ্ডিত সুরুজ আলী হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের বরকত আলীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ২৯ ডিসেম্বর যৌতুক দাবি নিয়ে বিরোধের জেরে স্ত্রী চম্পা খাতুনকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন সুরুজ আলী ও তার পরিবারের সদস্যরা।

হরিনাকুন্ডু থানায় প্রথমে অপমৃত্যুর মামলা হলেও পরে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নির্যাতনে হত্যার প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ২০০৪ সালের ২১ মার্চ হরিণাকুন্ডু থানায় ৪ জনকে আসামি করে চম্পার ভাই ইদ্রিস আলী হত্যা মামলা দায়ের করেন।

অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত।

SCROLL FOR NEXT