সমগ্র বাংলাদেশ

গোপালগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা

Byগোপালগঞ্জ প্রতিনিধি

প্রতিবছর বৈশাখের প্রথম মঙ্গলবার ও বুধবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার প্রতিযোগিতা উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।

তিনি জানান, এ বছর সাতক্ষীরা, খুলনা, নড়াইল, যশোর, গোপালগঞ্জ ও মাদারীপুরের ২৮টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

প্রতিযোগিতায় সাতক্ষীরার ওহাব শেখের ঘোড়া প্রথম, গোপালগঞ্জের সঞ্জয় জয়ধরের ঘোড়া দ্বিতীয় ও যশোরের হাজী ওসমান চৌধুরীর ঘোড়া তৃতীয় স্থান পায়।

বুধবার সন্ধ্যায় বিজয়ীদের পুরস্কার হিসেবে রঙিন টেলিভিশন ও নগদ টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ লুৎফর রহমান।

বিমল কৃষ্ণ বলেন, নববর্ষ উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠান জেলার সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের হাজার হাজার দর্শক উৎসব উপভোগ করেছেন।

অনুষ্ঠানে কোটালীপাড়া পৌরসভার মেয়র কামাল হোসেন শেখ ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT