সমগ্র বাংলাদেশ

বনানী অগ্নিকাণ্ড: ডিশের তার ধরে নামতে গিয়ে মৃত্যু হয় আমেনার

Byমৌলভীবাজার প্রতিনিধি

আমেনা ওই ভবনের সপ্তম তলায় কার্গো পরিবহন কোম্পানি স্ক্যানওয়েল লজিস্টিকসের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। ঢাকার কাফরুলে মা-বাবার সঙ্গে থাকতেন তিনি।

স্বজনরা জানান, আগুন থেকে বাঁচতে ডিশের তার বেয়ে নামার চেষ্টা করতে গিয়ে পড়ে যান আমেনা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় আমেনার মৃত্যুর খবর মৌলভীবাজারের বাড়িতে পৌঁছালে স্বাজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। 

তার মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা হয়েছে বলে তার চাচা সালেহ আহমদ জানান।

কমলগঞ্জ উপজেলার রামপাশা সৈয়দ বাড়ির মেয়ে আমেনা (৫০) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সৈয়দ মহিউদ্দীন আহমদের ছোট মেয়ে। তার এক বোন ও এক ভাই রয়েছে।

বড়বোন সৈয়দা আমেনা তাসনিম অর্থ মন্ত্রণালয়ে চারকরি করেন। ভাই সৈয়দ মোস্তফা মাহমুদ আহমদ চট্টগ্রামে অডিট বিভাগের কর্মকর্তা। তারা তিনজনই পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

সালেহ আহমদ বলেন, আমেনার মৃত্যুর খবর তারা জানতে পরেন এক সহকর্মীর মাধ্যমে।

“আগুন লাগার পর ওই ভবনের সাততলা থেকে ডিশের কেবল ধরে নামতে গিয়ে আমেনা নিচে পড়ে যায়। তাতে ওর মাথায় পিছনে থেঁতলে যায়। “ 

লাশ হস্তান্তরের পর আমেনাকে বনানী করস্থানে দাফন করা হবে বলে তার বাবা সৈয়দ মহিউদ্দীন আহমদ জানান।

SCROLL FOR NEXT