সমগ্র বাংলাদেশ

ভারতফেরত যাত্রীর কাছে ১৭ লাখ রুপি

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ সেলিম রেজা বলেন, বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে ঢাকাগামী রয়েল পরিবহনে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন ফরিদপুরের বজরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইকবাল হোসেন (৩৯) ও ঢাকার যাত্রাবাড়ির আগামাসি লেনের আজিম মিয়ার ছেলে জাকির হোসেন (৩৮)।

কর্নেল সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপুল পরিমাণ রুপি ও ডলার নিয়ে দুই ব্যক্তি ভারত থেকে আসছে সংবাদ পেয়ে বিজিবির টহলদল সন্দেহজনক আচরণের জন্য তাদেরকে আটক করে।

“পরে তল্লাশি করে তাদের পায়ে বিশেষ ব্যবস্থায় বেঁধে রাখা ১৭ লাখ ১৪ হাজার ৫০০ ভারতীয় রুপি ও ২৩ মার্কিন ডলার পাওয়া যায়, যা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৬০ হাজার টাকার সমান।”

আটকদের বিরুদ্ধের মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

SCROLL FOR NEXT