সমগ্র বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Byচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী ছয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিউল ওরফে রবু গোমস্তাপুর উপজেলার পূর্বজগত গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বেগম জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি রবিউলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- নওগাঁর নিয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের কাদের, শামসুল, শাম মোহাম্মদ ও আপেল।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

এছাড়া এ মামলায় আরও তিন জনকে দুই বছরের বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা দেওযা হয়েছে।

এরা হলেন- মঙ্গলতারা গ্রামের এনামুল হক (৪৬) ও শরিফ (২৫) ও পূর্বজগত গ্রামের আইনাল হক (৩৫)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।  

মামলার বিবরণে বলা হয়, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ২০১৩ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় এনায়েতপুর বাজার থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে পূর্বজগত গ্রামের শামসুদ্দিন টগরকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পরের দিন ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই জমশেদ আলী বাদি হয়ে গোমস্তাপুর থানায় ২১ জনকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩০ এপ্রিল ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলা চলাকালে একজনের মৃত্যু হলে তাকে মামলা থেকে অব্যহতি এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় বাকিদের খালাস দেওয়া হয়।

SCROLL FOR NEXT