সমগ্র বাংলাদেশ

প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফর বৃহস্পতিবার

Byটাঙ্গাইল প্রতিনিধি

ওইদিন বেলা ১১টার দিকে তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট্র অব বেঙ্গল (বিডি) লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানে যোগ দিতে তিনি এখানে আসছেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, প্রধানমন্ত্রী প্রধান ‘রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (মরণোত্তর), শিল্পী শাহাবুদ্দিন এবং নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল ইসলামকে পদক দেওয়া হবে বলে তিনি জানান।

এসপি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্সে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওইদিন চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

“প্রধানমন্ত্রীর জন্য তিনটি হ্যালিপ্যাড প্রস্তুত রাখা হয়েছে। তিনি যেকোনো একটিতে নামবেন। এরপর অনুষ্ঠানে যোগ দেবেন। বিকাল ৩টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।”

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজসহ কুমুদিনী কমপ্লেক্সের সেবাধর্মী বিভিন্ন ইউনিটসহ পুরো মির্জাপুর উপজেলা বর্ণিল সাজে সাজানো হয়।

কুমুদিনী হাসপাতালের মূল ভবনের দক্ষিণ পাশে নির্মাণ করা হয়েছে দানবীর রণদা প্রসাদ সাহার ম্যুরালসহ বিভিন্ন স্থাপনা।

২০০৮ সালে একটি নির্বাচনী জনসভায় মির্জাপুর এসকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সর্বশেষ এসেছিলেন শেখ হাসিনা।

SCROLL FOR NEXT