সমগ্র বাংলাদেশ

কুড়িগ্রামে আ. লীগ ৫, স্বতন্ত্র ২, একটি স্থগিত

Byকুড়িগ্রাম প্রতিনিধি

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গির আলম রাকিব রোববার রাতে এ ফলাফল ঘোষণা করেন।

সদর উপজেলায় আওয়ামী লীগের আমান উদ্দিন আহমেদ মঞ্জু ৩৪ হাজার ৪শত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র সাইদুল হাসান দুলাল পেয়েছেন ১৮ হাজার ১৪৯ ভোট।

ভুরুঙ্গামারীতে আওয়ামী লীগের নুরন্নবী চৌধুরী খোকন পেয়েছেন ৬৪ হাজার ৬১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আব্দুল হাই মাস্টার পেয়েছে ৯ হাজার ৩৭১ ভোট।

নাগেশ্বরীতে আওয়ামী লীগের মোস্তফা জামান পেয়েছেন ৪১ হাজার ৯৮০ ভোট। নিকটতম জাতীয় পার্টির মহিবুল হক খোকন পেয়েছেন ৩৩ হাজার ৭৫ ভোট।

রাজারহাট উপজেলায় স্বতন্ত্র  (আওয়ামী লীগের বিদ্রোহী) জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পী পেয়েছেন ৪৬ হাজার ৬৬৫। নিকটতম প্রার্থী আওয়ামী লীগের আবু নুর মো. আক্তারুজ্জামান পেয়েছেন ২৬ হাজার ৮৮ ভোট।

উলিপুরে আওয়ামী লীগের গোলাম হোসেন মন্টু পেয়েছেন ৫৫ হাজার ৯২১ ভোট। নিকটতম স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) সাজাদুর রহমান তালুকদার সাজু পেয়েছেন ২২ হাজার ৩৪২ ভোট।

চিলমারীতে আওয়ামী লীগের শওকত আলী সরকার বীরবিক্রম পেয়েছেন ৩৬ হাজার ৩৭১ ভোট। নিকটতম জাতীয় পার্টির জোবাইদুল ইসলাম বাদল পেয়েছেন চার হাজার ৪৫৪ ভোট।

রাজিবপুর উপজেলায় স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী আকবর হোসেন হিরু পেয়েছেন ২০ হাজার ৪৯১ ভোট। নিকটতম আওয়ামী লীগের শফিউল আলম পেয়েছেন ১৪ হাজার ৬৬২ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গির আলম রাকিব জানান, রৌমারী উপজেলায় স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) শেখ আব্দুল্লাহ ১ হাজার ৪শ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ প্রার্থী মজিবর রহমান বঙ্গবাসী থেকে এগিয়ে আছেন।

এই উপজেলায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি। স্থগিত কেন্দ্রে মোট ভোট ২ হাজার ৪শ।

SCROLL FOR NEXT