সমগ্র বাংলাদেশ

দিনাজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

Byদিনাজপুর প্রতিনিধি

শুক্রবার শেষ বিকেলে শুরু হয় এই বৃষ্টি। তারপর থেমে থেমে শনিবার সকাল ৯টা পর্যন্ত চলে। ১০টার দিকে সূর্যের দেখা মিললেও ঘণ্টা খানেক পর আকাশ আবার মেঘলায় রূপ নেয়। তবে বেলা ১১টার দিকে মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে ওঠে।

দিনাজপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রার তেমন পরিবর্তন হয়নি।

SCROLL FOR NEXT