সমগ্র বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রশ্ন বিক্রির নামে প্রতারণা, কিশোর আটক

Byব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

উপজেলার শিবনগর গ্রামের বাড়ি থেকে সোমবার তাকে আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

আটক কিশোরের (১৫) বাড়ি উপজেলার শিবনগর গ্রামে।

গত শনিবার বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, আখাউড়া উপজেলার ধাতুরপহেলা এলাকায় নানির বাড়ি থেকে ছেলেটি ফেসবুক আইডির মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহের কার্যক্রম চালাত।

“শতাধিক গ্রুপের মাধ্যমে সে এই প্রশ্নপত্র সরবরাহ করত। ‘MD Saddam khan’ নামের ফেসবুক আইডি ব্যবহার করত সে। র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে বিষয়টি ধরা পড়লে তাকে আটক করা হয়।”

র‍্যাব কর্মকর্তা আরও জানান, তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিষয়টির অনুসন্ধান চলছে। আখাউড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ওই কিশোর জানান, তিনি জেএসসি পরীক্ষা দেওয়ার সময় এক হাজার টাকা দিয়ে ভুয়া প্রশ্নপত্র কিনে প্রতারিত হয়েছিলেন। নিজে প্রতারিত হওয়ার পর ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে টাকা আয়ের ধারণা আসে তার।

তিনি বলেন, প্রশ্নপত্র বিক্রির জন্য পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে ভুয়া ফেসবুক আইডি MD Saddam khan থেকে স্ট্যাটাস দেন। পরে ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT