সমগ্র বাংলাদেশ

ফেনীতে ট্রেনের পথে বাস, নিহত ৪

Byফেনী প্রতিনিধি

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ এসআই হারুনুর রশীদ জানান।

নিহতদের মধ্যে রয়েছেন ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়ননের আবুপুরের মোহাম্মদ মনসুর (৩৫), আবুল বশর (৫৫), দোলন (৩২) ও অজ্ঞাত পরিচয় এক শিশু।

আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, কৈখালী সুপার নামে একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার কৈখালী থেকে ফেনী শহরে আসছিল। এ সময় ‘নাছিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি চট্ট্রগাম থেকে ময়মনসিংহ যাচ্ছিল।

“শর্শদী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে খণ্ডবিখণ্ড হয়ে প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের চার যাত্রী নিহত হয়।”

রেলক্রসিং অরক্ষিত থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার ভাষ্য।

এসআই হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে করে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

“আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।”

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল। ঘণ্টাখানেক পর আবার তা চালু হয়।

SCROLL FOR NEXT