সমগ্র বাংলাদেশ

সিলেটে ট্যাংকলরি চাপায় স্বামী-স্ত্রী নিহত

Byসিলেট প্রতিনিধি

সোমবার সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন।

নিহতরা হলেন সিলেট নগরীর কাস্টঘরের বাসিন্দা কায়ছান চৌধুরী (৪২) ও তার স্ত্রী রাফিয়া সুলতানা চৌধুরী।

আহতরা হলেন কায়ছান চৌধুরীর মেয়ে মেহনাজ চৌধুরী (৮) ও ছেলে শেহজাদ আহমদ চৌধুরী (৫) এবং অটোরিকশার চালক।

ওসি জানান, বিকালে স্ত্রী ও সন্তানদের নিয়ে বিমানবন্দর এলাকায় বেড়াতে গিয়েছিলেন কায়ছান চৌধুরী।

“সন্ধ্যায় চা বাগানের সামনে তাদের অটোরিকশাকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরি।”

স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কায়ছান ও রাফিয়ার মৃত্যু হয়। তবে দুই সন্তান ও চালক শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কায়ছান চৌধুরী সিলেট নগরীর কাষ্টঘর এলাকার ভাদেশ্বর হাউজের বাসিন্দা । তিনি দক্ষিণ ভাদেশ্বর রাজাপুর গ্রামের এস এম ইসলাম মঈনের ছেলে।
কায়ছান চৌধুরীর চাচাতে ভাই ফাহিম চৌধুরী জানান, সম্প্রতি আমেরিকার ভিসা পেয়েছিলেন কায়ছান। এ মাসেই তার সপরিবারে আমেরিকা যাওয়ার কথা ছিল।

ওসি শাহাদাত হোসেন জানান, ঘটনাস্থল থেকে ট্যাংকলরি ও তার চালককে আটক করা হয়েছে।

SCROLL FOR NEXT