সমগ্র বাংলাদেশ

মানিকগঞ্জে কলেজ ছাত্র হত্যায় ৪ জনের প্রাণদণ্ড

Byমানিকগঞ্জ প্রতিনিধি

সোমবার মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাদশা মিয়া, লাল মিয়া, আনোয়ার হোসেন ও আজগর চৌধুরী ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুস সালাম জানান, মৃত্যুদণ্ড ছাড়াও বিচারক তাদের ২০ হাজার অর্থদণ্ড দিয়েছেন।

আর যাবজ্জীবনপ্রাপ্ত আক্তার হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তিনজনকে খালাস দিয়েছেন।   

রায় ঘোষণার সময় বাদশা মিয়া ও লাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন।বাকিরা পলাতক রয়েছেন বলে পিপি জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো.মনির হোসেনকে অপহরণ করা হয়।

পরে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে তারা টাকা দিতে রাজি হন। কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী মনিরকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় আসামিরা।  

পরদিন মনিরের মা মালেকা বেগম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করলে বাদশাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যে ১২ সেপ্টেম্বর বংশি নদীর ভাষা শহীদ রফিক সেতুর কাছ থেকে মনিরের লাশ উদ্ধার করে পুলিশ।২০১৫ সালের ৫ অক্টোবর বাদশা হত্যার কথ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

SCROLL FOR NEXT