সমগ্র বাংলাদেশ

নাটোরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

Byনাটোর প্রতিনিধি

রোববার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ রেজাউল করিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার বেলঘরিয়া শিবপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে বাবু (২৫) এবং একই গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইফুল ইসলাম (৩০)।

তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থ দণ্ড করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৭ এপ্রিল সকালে বেলঘরিয়া শিবপুর গ্রামের হযরত আলীর ছেলে কালাম মৃধা ভটভটি নিয়ে বাড়ি থেকে বের হন। বিকাল পর্যন্ত ফিরে না আসায় বিষয়টি পুলিশকে জানান পরিবারের সদস্যরা।

মামলায় আরও বলা হয়, এই ব্যাপারে পুলিশ সন্দেহভাজন হিসেবে একই গ্রামের সাইফুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সাইফুল কালামকে হত্যার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

তার দেওয়া তথ্যমতে ওইদিন রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বারপাখিয়া বিলের ভুট্টার জমি থেকে কালাম মৃধার লাশ ও ভটভটি উদ্ধার করা হয় বলে মামলায় বলা হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

সদর থানার এসআই আবু তাহের, পরিদর্শক আসলাম উদ্দিন ও আবু বক্কার সিদ্দিক মামলাটি তদন্ত করে ওই বছর ২৭ নভেম্বর এ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

রায় ঘোষণার পর তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

SCROLL FOR NEXT