সমগ্র বাংলাদেশ

গোপালগঞ্জে দুই সড়কে নিহত ৩

Byগোপালগঞ্জ প্রতিনিধি

জেলার বরইতলা-মুকসুদপুর সড়ক ও গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের মো. আলী মুন্সীর মেয়ে মরিয়ম বেগম (৫৫), কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মোকসেদ শেখের ছেলে ছবেত শেখ (৬৫) ও বাসের সহকারী সাইফুল ইসলাম (১৮)।

সদর থানার এসআই নজরুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে গণেশ পাগল এন্টারপ্রাইজের একটি লোকাল বাস কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। ভোজেরগাতী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।

“এ ঘটনায় আহত ১৭ যাত্রীকে বিভিন্ন হাসপাতালে পাঠানোর পর ছবেত ও সাইফুল গোপালগঞ্জ সদর হাসপাতালে মারা যান।”

এছাড়া কোটালীপাড়া উপজেলার আলিঠাপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে নূর হাসান (৭) গুরুতর আহত হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা বলেন, বরইতলা থেকে ছেড়ে যাওয়া মুকসুদপুরগামী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে কমপক্ষে ১৬ যাত্রী আহত হন।

“আহতদের মধ্যে মরিয়ম বেগমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

SCROLL FOR NEXT