সমগ্র বাংলাদেশ

লালমনিরহাটে বিএসএফের ‘গুলিতে’ ১ বাংলাদেশি আহত

Byলালমনিরহাট প্রতিনিধি

বুধবার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের ডাংঙ্গাটারী সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান ৫১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।

আহত ওহিদুল ইসলাম (৩৫) ওই গ্রামের নুরুদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে কর্নেল মোস্তাফিজুর বলেন, বিকালে সীমান্তের ৮০২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার দিয়ে ওহিদুলসহ কয়েকজন ভারতের প্রায় দুইশ গজ ভেতরে প্রবেশ করেন।

“সেখানে চোরাকারবারি সন্দেহে কোচবিহার ১৪৩ জি ব্যাটালিয়নের নিউ কুচলীবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে।”

তিনি আরও বলেন, তার সহযোগীরা অক্ষত অবস্থায় পালিয়ে আসলেও ওহিদুল আহত হন। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

“আমরা শুনেছি উনি আহত হয়েছেন। তবে সেটা বিএসএফের ছোড়া গুলিতে নাকি রাবার বুলেটে হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

বিষয়টি নিয়ে স্থানীয় বিজিবির কোম্পানি কমান্ডারকে বিএসএফের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে বলেও সাংবাদিকদের তিনি জানান।

SCROLL FOR NEXT