সমগ্র বাংলাদেশ

সিরাজগঞ্জে নিজ ঘরে প্রতিবন্ধী তরুণী খুন, ধর্ষণের অভিযোগ

Byসিরাজগঞ্জ প্রতিনিধি

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘুরিয়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত রোকসানা খাতুন (২২) ওই গ্রামের তয়জাল প্রামানিকের মেয়ে।

রোকসানার ভাই রেজাউল করিম বলেন, “শারীরিক প্রতিবন্ধী রোকসানা রাতে তার ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১২টার দিকে হঠাৎ চিৎকার করে ওঠে। তাকে ছুরি মারা হয়েছে। ধর্ষণের পর খুন করা হয়েছে বলে ধারণা করছি।”

তাদের বাবা-মা বেঁচে নেই জানিয়ে তিনি বলেন, তারা দুই ভাই-বোন ছাড়া বাড়িতে আর কেউ থাকে না।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “কে বা কারা গভীর রাতে ঘরে ঢুকে রোকসানার পেটে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ধর্ষণ করা হয়েছে কিনা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

SCROLL FOR NEXT