সমগ্র বাংলাদেশ

রংপুরে সমকাল ব্যুরো প্রধানের মৃত্যু  

Byরংপুর প্রতিনিধি

বুধবার রাত সোয়া ৮টায় রংপুর শহরের মাহিগঞ্জ দেওয়ানটুলি এলাকায় নিজ বাড়িতে ইকবালের মৃত্যু হয় বলে তার বড়ভাই দিলদার হোসেন জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিলদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইকবাল দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। ভারতেও তিনি চিকিৎসা নিয়েছিলেন।

শারীরিক অবস্থার অবনতি হলে ইকবালকে চলতি মাসের শুরুতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়। মঙ্গলবার চিকিৎসকের পরামর্শে তাকে বাড়ি আনা হয় বলে দিলদার জানান।

১৯৯৪ সালে স্থানীয় দৈনিক পরিবেশে কাজ করার মধ্যদিয়ে সাংবাদিকতা শুরু করেন ইকবাল। সমকাল ছাড়াও দীপ্ত টিভির রংপুর প্রতিনিধি ছিলেন তিনি। ইনডিপেনডেন্ট টিভিতেও বেশ কিছুদিন রংপুর প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার বাদজোহর দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে শেষ শ্রদ্ধা জানানোর ইকবালের মরদেহ রংপুর প্রেসক্লাবে নেওয়া হবে।

ইকবাল মা, তিন ভাই, দুই বোন, স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন।  

SCROLL FOR NEXT