সমগ্র বাংলাদেশ

সরাইলে দুই মেম্বারের বিরোধে সংঘর্ষ, আহত ৩০

Byব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৃহস্পতিবার সদর ইউনিয়নের বেপারিপাড়ায় দুঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে সাচ্চু (৪০), শুক্কুর আলী (৬০), পারভেজ (২২), যাজন মিয়া (৫০) ও মুস্তাকের (২৩) নাম জানা গেছে।

আহতদের জেলা সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  
স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের একটি ওয়ার্ডের বর্তমান সদস্য শাহ আলম ও সাবেক সদস্য রকেট মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জেরে বৃহস্পতিবার দুপুরে রকেট মেম্বারের পক্ষের সাচ্চু মিয়া ও শাহ আলম মেম্বারের পক্ষের কাদির মিয়ার মধ্যে সরাইল সকালবাজারের একটি দোকানের পজিশন নিয়ে তর্কবিতর্ক হয়।

সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনিরুজ্জামান ফকির জানান, বেলা সাড়ে ৩টার দিকে উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা এই সংঘর্ষ চলে। পরে সরাইল থানা ও রিজার্ভ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

“পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৪০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মুতায়েন রয়েছে।”

SCROLL FOR NEXT