সমগ্র বাংলাদেশ

কুড়িগ্রাম থেকে ৩ ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার

Byবগুড়া প্রতিনিধি

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা জানান, পুলিশের একটি যৌথ দল শুক্রবার রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ঢুসমারা উপজেলার কৌনাইছাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন কৌনাইছাপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে তোফাজ্জল হোসেন ওরফে তোতা মিয়া (৩০), আফছার আলীর ছেলে রফিকুল ইসলাম ((৩০) ও আবদুস সামাদ আকন্দের ছেলে আব্দুল হামিদ (৬০)।

পুলিশ সুপার আলী আশরাফ শনিবার সকালে সাংবাদিকদের বলেন, “তোতা মিয়া জেএমবির কুড়িগ্রাম ইছাবার প্রধান, রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক। আর আব্দুল হামিদ হলেন সাংগঠনিক সম্পাদক। গত ২৯ জুলাই রংপুর থেকে গ্রেপ্তার চার জেএমবি সদস্যর স্বীক্তারোক্তি থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

“তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, চারটি গুলি, দুটি ম্যাগজিন, এক বোতল সালফিউরিক এসিড, এক কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার করা হয়েছে।”

অভিযানের সময় আরও পাঁচ জেএমবি সদস্য পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বগুড়া থানায় মামলা করা হবে। তারপর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ।

SCROLL FOR NEXT