সমগ্র বাংলাদেশ

সাতক্ষীরায় হত্যার দায়ে একজনের ফাঁসি

Byসাতক্ষীরা প্রতিনিধি

এছাড়া আদালত আরও দুইজনকে যাবজ্জীবন ও নয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুনাভ চক্রবর্তী সোমবার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাইফুল্লাহ পলাতক রয়েছেন। যাবজ্জীবনপ্রাপ্ত মামুন ও জিয়ারুল ইসলাম রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।

দণ্ডিত অন্য নয়জন হলেন মো. জুলফিকার, আবু হাসান, আবদুল মালেক, আবদুস সালাম, রব্বানি, বেল্লাল হোসেন, জামান, রহিম ও পিকলু।

এছাড়া এ মামলার অন্য ২৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত পিপি তপন কুমার দাস মামলার নথির বরাতে বলেন, ২০১৪ সালের ১১ জুলাই কৃষিজমিতে গভীর নলকূপের পানি বণ্টনকে কেন্দ্র করে আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের দুই পাড়ার বাসিন্দাদের সংঘর্ষ হয়। এতে পানি বণ্টন কমিটির সভাপতি আলিমুদ্দিন সরদারের ছেলে সাতক্ষীরা সরকারি কলেজের বিএ (সম্মান) শ্রেণির ছাত্র হাবিবুল্লাহ সরদার নিহত হন।

এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

পিপি তপন বলেন, তাদের মধ্যে মোটন তিনজন পলাতক রয়েছেন।

সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি তপন কুমার দাস। আসামিপক্ষে ছিলেন আইনজীবী হায়দার আলী।

SCROLL FOR NEXT