সমগ্র বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় থানা ভবন থেকে পড়ে আহত তরুণ

Byব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সোমবার রাত ৯টার দিকে সদর মডেল থানায় এ ঘটনা ঘটে।

আহত রাসেল মিয়া (১৯) ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কোর্ট রোডের সিটি সেন্টারে অবস্থিত শাহজালাল ইসলামী ব্যাংকের নৈশ প্রহরী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, সোমবার ভোররাতে সিটি সেন্টারস্থ স্বপ্নলোক ফ্যাশন হাউজে একটি চুরির ঘটনা ঘটে। দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় দুই লাখ টাকা খোয়া যায় বলে দাবি করে স্বপ্নলোক কর্তৃপক্ষ।

তিনি জানান, সিটি সেন্টারের নৈশ প্রহরী এবং ওই ফ্যাশন হাউজের কর্মচারীসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। শহরের বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভিতে রাতে তাদের ছবি দেখা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংকের নৈশ প্রহরী রাসেলকেও থানায় আনা হয়।

“রাত ৯টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে তিন তলা থেকে লাফ দেয়।”

রাসেলের মামা খবির মিয়া অভিযোগ করেন, “রাসেলকে ডেকে থানায় নিয়ে গিয়ে থানা ভবনের ছাদে নিয়ে গিয়ে বেধরক পেটানো হয়। মারধর থেকে বাঁচতে রাসেল ছাদ থেকে লাফিয়ে পড়ে।”

পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

SCROLL FOR NEXT