সমগ্র বাংলাদেশ

বন্ধুর হয়ে পরীক্ষা দিতে এসে কারাগারে কলেজছাত্র

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৃহস্পতিবার উপজেলার বকুল নেছা মহিলা কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে আমতলী থানার ওসি মো. সহিদ উল্যাহ জানান।

গ্রেপ্তার আরিফ হোসেন (১৯) বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামের বাবুল শরীফের ছেলে। পটুয়াখালী সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র তিনি।

বকুল নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেন্দ্র সচিব মো. মজিবুর রহমান জানান, আমতলী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র মেহেদি হাসানের পরিবর্তে বন্ধু আরিফ পরীক্ষা দিয়ে আসছে। এ পর্যন্ত ১২টি পরীক্ষা দেয় আরিফ।

“বৃহস্পতিবার সকালে উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা দিতে কেন্দ্রে এলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ২৫ হাজার টাকার বিনিময়ে বন্ধুর হয়ে পরীক্ষা দিতে আসার কথা স্বীকার করেছে আরিফ।”

ওসি সহিদ বলেন, আরিফের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা ১৯৮০ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন জানান, অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে মেহেদি হাসানকেও আটক করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

SCROLL FOR NEXT