সমগ্র বাংলাদেশ

বিনা টিকেটে ভ্রমণে সহস্রাধিক ট্রেন যাত্রীকে জরিমানা

Byকিশোরগঞ্জ প্রতিনিধি

শনিবার সকাল থেকে দিনব্যাপী কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এ সময় জরিমানা হিসেবে দুই লাখের বেশি টাকা আদায় করা হয়।

আদালত পরিচালনায় নেতৃত্বদানকারী বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) সরদার শাহাদাৎ আলী জানান, এই বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১২টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীদের টিকেট চেক করা হয়।

এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ওই সব যাত্রীদের আটক করে টিকেটের মূল্য ও জরিমানা বাবদ দুই লাখ ২৬ হাজার টাকা আদায় করা হয়।

ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT