সমগ্র বাংলাদেশ

নকল জুস কারখানার সন্ধান, ২ জন দণ্ডিত 

Byঠাকুরগাঁও প্রতিনিধি

সোমবার বালিয়া ইউনিয়নের ভুল্লী বাজারে ‌'এমএস সরকার ফুড প্রডাক্টস' কারখানায় এ অভিযান চালানো হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

দণ্ডিতরা হলেন এমএস সরকার ফুড প্রডাক্টস-এর ম্যানেজার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি দেবত্বরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুমন ইসলাম (৩২) ও উৎপাদনকারী ময়মনসিংহের ফুলপুরের বড় বালকির আব্দুল হাইয়ের ছেলে মো. রফিক (২২)।

ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালিয়া ইউনিয়নের ভুল্লী বাজার এলাকায় এমএস সরকার ফুড প্রডাক্টস নাম দিয়ে নকল জুস তৈরির কারখানা গড়ে তোলেন সিজার নামের এক ব্যক্তি।

“ওই কারখানায় কেমিক্যাল মিশিয়ে ফ্রুটি আম্রপালি ড্রিংসসহ বেশ কয়েকটি ড্রিংকস তৈরি এবং সেগুলো বাজারজাত করে আসছিল তারা।”

কারাখানা কর্তৃপক্ষ সরকার কর্তৃক অনুমোদিত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। ম্যানেজার সুমন ইসলামকে ছয় মাস এবং উৎপাদনকারী রফিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে তিনি জানান।

কারখানা থেকে জব্দকৃত জুস তৈরির যন্ত্রাংশ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর আশীষ কুমার সাহা, পেশকার সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য কয়েকজন উপস্থিত ছিলেন।

SCROLL FOR NEXT