সমগ্র বাংলাদেশ

মেহেরপুরে ৪০ ছাত্রী গণহিস্টিরিয়ায় আক্রান্ত

Byমেহেরপুর প্রতিনিধি

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ষষ্ঠ শ্রেণির মুক্তা নামে এক শিক্ষার্থী প্রথম অচেতন হয়।

এরপর একে একে বিভিন্ন শ্রেণির ৪০-৪৫ জন অচেতন হয় জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। আর অচেতন শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো হয়।

তারা সবাই সুস্থ আছে বলে জানিয়েছেন মেহেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান।

তিনি বলেন, ২০-২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর ২৫ জনকে হাসপাতালে ভর্তি করে স্যালাইন ও ঘুমের ওষুধ দেওয়া হয়েছে।

“তারা গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের সবাই ছাত্রী। এ রোগে ছেলেদের চাইতে মেয়েরা বেশি আক্রান্ত হয়। আক্রান্তরা সবাই সুস্থ আছে।”

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা শিক্ষা কর্মকর্তা জেসের আলী হাসপাতালে গিয়ে আক্রান্তদের খোঁজখবর নিয়েছেন।

জেসের আলী বলেন, “সাধারণত মানসিক দুবর্লতার কারণে একজনের দেখাদেখি অন্য মেয়েরা অচেতন হয়ে পড়ে। মাঝেমধ্যে বিভিন্ন বিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটে থাকে।”

SCROLL FOR NEXT