সমগ্র বাংলাদেশ

লেভেল ক্রসিংয়ে কভার্ড ভ্যান, ট্রেনের ধাক্কায় নিহত ৪

Byফেনী প্রতিনিধি

বুধবার ভোর ৪টার দিকে ফেনীর বারাহিপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে ফেনী রেলওয়ে পুলিশের এসআই মো. আবদুল আলীম জানিয়েছেন।

পুলিশের ধারণা, ওই লেভেল ক্রসিংয়ের গেইটম্যান ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।

এসআই আলীম জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশিথা যখন ফেনী রেলওয়ে স্টেশনের কাছে বারাহিপুর রেলক্রাসিং পৌঁছায়, তখন গেইট খোলা পেয়ে একটি কভার্ডভ্যান রেললাইনে উঠে পড়ে।

ট্রেনের ধাক্কায় কভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে লাইনের পাশে ছিটকে পড়ে। কভার্ডভ্যানের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। তাদের একজন পরে কুমিল্লা নেওয়ার পথে মারা যান।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি।

দুর্ঘটনার পর কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয় বলে এসআই আলীম জানান।

SCROLL FOR NEXT