সমগ্র বাংলাদেশ

পঞ্চগড়ে খাবারে ‘চেতনানাশক’, অসুস্থ ১২

Byপঞ্চগড় প্রতিনিধি

জেলার পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ জানান, উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হোলাসিজোত গ্রামের আব্দুল জলিলসহ (৫৫) তার পরিবারের সদস্যরা অসুস্থ হন। তাদের বয়স ৫৫ থেকে ৫ পাঁচ বছরের মধ্যে।

পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার খাওয়ার পর থেকেই তাদের প্রত্যেকের ঝিমুনি হতে থাকে। এরপর একজন একজন করে সন্ধ্যার মধ্যে সবাই অচেতন হয়ে পড়েন।

“স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ তাদের অচেতন দেখতে পেয়ে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায়।”

হাসপাতালের চিকিৎসক মোশারফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে তাদের শরীরে চেতনানাশকের চিহ্ন পাওয়া গেছে। আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।”

সবাই শঙ্কামুক্ত বলে জেলার সিভিল সার্জন মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম হাসপাতালে গিয়ে রোগীদের দেখার পর বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

SCROLL FOR NEXT