সমগ্র বাংলাদেশ

নীলফামারীর ১২ বাড়িতে অগ্নিকাণ্ড

Byনীলফামারী প্রতিনিধি
উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান আব্দুল মজিদ বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে মৌজা পাঙ্গা গ্রামের মোকছেদ আলীর বাড়িতে মশার কয়েল থেকে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে।

“এতে ওই মহল্লার সাতটি পরিবারের ১৪টি টিনশেড বসতঘর, সাতটি রান্নাঘর ও পাঁচটি গোয়াল ঘর পুড়ে যায়। আসবাবপত্র, টাকা, চালসহ সব পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া মারা যায় পাঁচটি গরু ও ১৫টি ছাগলসহ শতাধিক হাঁসমুরগি।”

খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও সাতটি পরিবারের কিছুই রক্ষা হয়নি বলে তিনি জানান।

এদিকে বামুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট বলেন, সকাল ৯টার দিকে ভাটিয়াপাড়ায় আব্দুল খালের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে।

“এতে ওই মহল্লার পাঁচটি বাড়ির সব বসতঘর ও পাঁচটি রান্নাঘর আসবাবপত্র ও ৩০ হাজার টাকাসহ পুড়ে ছাই হয়ে যায়।”

খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।

SCROLL FOR NEXT