সমগ্র বাংলাদেশ

নবাবগঞ্জে বিএনপির ৬৯ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৪

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মামলার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ দলীয় জোটের চার নেতা-কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে।

নবাবগঞ্জ থানার এসআই মো. শফিকুল ইসলাম সুমন সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন বিএনপির নেতা ও একজন জামায়াত কর্মী বলে জানালেও তাদের নাম প্রকাশ করেননি তিনি।

এসআই শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদার জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে রোববার রাতে উপজেলার হাড়ভাঙ্গা আঞ্চলিক প্রধান সড়কের সেতুর উপর বিএনপির একদল নেতা-কর্মী অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ি ভাংচুর করে নাশকতা সৃষ্টির চেষ্টা চালায়।

“সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুড়ে পালিয়ে যায়। এসময় ইঁটের আঘাতে পুলিশের আট সদস্য আহত হয়।”

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোমবার মামলা করে।

গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে পাঠানো হয়। বিচারক দুই দন হেফাজতের আদেশ দেন।

“রিমান্ড মঞ্জুরের পর গ্রেপ্তার চারজনকে থানা হাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে,” বলেন এসআই শফিকুল।

SCROLL FOR NEXT