সমগ্র বাংলাদেশ

শ্রীমঙ্গলে হামলা চালিয়ে সাঁওতাল পরিবারকে উচ্ছেদ

Byমৌলভীবাজার প্রতিনিধি

উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা রতিশ সাঁওতালের অভিযোগ, একই গ্রামের মতিন মিয়া তার লোকজন নিয়ে বুধবার এই হামলা চালান।

হামলায় তার স্ত্রী নিয়তি সাঁওতাল (৪০) ও মেয়ে সুমি সাঁওতাল (১৬) আহত হয়ে শ্রীমঙ্গল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।

রতিশ বলেন, দাদার আমল থেকে তারা বংশানুক্রমে এই জমিতে বসবাস করে আসছেন। মতিলাল গুলগুলিয়ার পূর্বপুরুষ তাদের এই জমিতে বসান।

“স্বাধীনতার সময় গুলগুলিয়ার পরিবার ভারতে চলে গেলে এই জমিটি খাস হয়ে যায়। আমি প্রথম দুই বছর খাজনা দিয়েছিলাম। পরে সরকার খাজনা না নেওয়ায় দিতে পারিনি। কিন্তু সপরিবার এ জায়গায় বসবাস করে এলেও সরকারের পক্ষ থেকে কোনো বাধা আসেনি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বেরুল ইসলাম বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, “এটি খাসজমি। রতিশের পরিবার দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে বলে গ্রামবাসী জানিয়েছে। আবার মতিন মিয়া দাবি করেছেন তার দলিল আছে।

“রোববার উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি ফায়সালা করা হবে। আর রতিশ যাতে নিরাপদে বসবাস করতে পারেন সেজন্য তাকে একটি দলিল করে দেওয়া হবে।”

আপাতত বাড়িটি ফাঁকা রাখার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

SCROLL FOR NEXT