সমগ্র বাংলাদেশ

বন্যাকবলিত এলাকায় পুনর্বাসনে ‘১৩৭ কোটি টাকা’

Byগাজীপুর প্রতিনিধি

শনিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, জনবান্ধব সরকার। সরকার প্রতিবছর কৃষি প্রণোদনা দিচ্ছে।

“এ বছরও কৃষি প্রনোদণার পাশাপাশি বন্যাকবলিত এলাকায় ১৩৭ কোটি টাকার পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

“এর পাশাপাশি নতুন ফসল না আসা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ ও ঋণের কিস্তি আদায় বন্ধও ঘোষণা করেছে।”

কৃষিমন্ত্রী বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। মোট জিডিপির প্রায় ১১ দশমিক ৬৮ শতাংশ আসে কৃষি ও বনজ খাত থেকে।

কৃষি শুধু খোরপোষের সঙ্গেই জড়িত নয় উল্লেখ করে এটাকে ব্যবসায়িক ভিত্তিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানান মতিয়া।  

তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

ছয় দিনব্যাপী (১৪ থেকে ২০ অক্টোবর) এই কর্মশালায় সারা দেশ থেকে আগত কৃষি বিশেষজ্ঞ বিজ্ঞানিরা অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আযাদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বিএআরআইয়ের পরিচালক (গবেষণা) মো. লুৎফর রহমান প্রমুখ।

SCROLL FOR NEXT