সমগ্র বাংলাদেশ

অবৈধ জাল পাচারের সময় ডাকাতির চেষ্টা, একজনকে মারধর

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহত আরিফ ওরফে বাবা আরিফ (৩৫) জেলার সদর উপজেলার মিরেশ্বরাই গ্রামের জুলহাস ব্যাপারির ছেলে।

সদর থানার পরিদর্শক (অপারেশেন) সাইফুল ইসলাম জানান, মালিপাথর এলাকা থেকে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেন, সোমবার ভোর ৬টার দিকে মালিপাথর এলাকায় পিকআপে করে অবৈধ কারেন্ট জাল পাচার করা হচ্ছিল। এ সময় আরিফসহ কয়েকজন ওই জাল ডাকাতির চেষ্টা করেন বলে অভিযোগ।

“জাল পাচারকারীদের চিৎকারে শত শত লোক এসে আরিফকে ধেরে ফেলে। তার সহযোগীরা পালিয়ে গেলেও আরিফকে মারধর করে মালিপাথর স্কুলমাঠে ফেলে রাখে স্থানীয়রা। আর লোকজন ডাকাত নিয়ে ব্যস্ত থাকার সুযোগে জালমালিকরা পিকআপ নিয়ে পালিয়ে যায়।”

আরিফের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ অন্তত আটটি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, আরিফ এ এলাকায় ইয়াবার বড় ডিলার হিসেবে পরিচিত। তার মাধ্যমে ইয়াবার বড় বড় চালান পাচার ও বিক্রি হয় বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

“এর আগে র‌্যাব তাকে আটক করেছিল, পুলিশও একবার গ্রেপ্তার করেছিল। পরে জামিনে মুক্তি পায়।”

জাল ডাকাতির চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে আবার মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

SCROLL FOR NEXT