সমগ্র বাংলাদেশ

ছাত্রীকে যৌন নিপীড়ন, খুবি শিক্ষক বরখাস্ত

Byখুলনা প্রতিনিধি

রেজিস্ট্রার সরদার শফিকুল ইসলাম জানান, বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার রেজিস্ট্রারের কার্যালয় থেকে ওই শিক্ষককে বরখাস্তের চিঠি ইস্যু করা হয় বলে জানান তিনি।

বরখাস্ত ড. মো. শরীফ উদ্দিন গণিত ডিসিপ্লিনের অধ্যাপক।

রেজিস্ট্রার শফিকুল ইসলাম জানান, ৬/৭ মাস আগে গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের এক ছাত্রী শিক্ষক শরীফ উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ করেন।

“বিষয়টি তদন্তে রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা বেগমকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি শিক্ষক শরীফ উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পায়।”

এ ব্যাপারে গণিত ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. হায়দার আলী বিশ্বাস বলেন, “আমি লোকমুখে শুনেছি শিক্ষক শরীফ উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। এর বেশি কিছু জানা নেই।”

তদন্ত কমিটির প্রধান মোসাম্মৎ হোসনে আরা বেগম বলেন, সাত সদেস্যর কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়েছে।

SCROLL FOR NEXT