সমগ্র বাংলাদেশ

পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৫

Byপাবনা প্রতিনিধি

সুজানগর থানার ওসি ওবাইদুল হক জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চিনাখরায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - জেলার আমিনপুর থানার দাঁড়িয়াপুর গ্রামের রইস উদ্দিনের ছেলে আয়েন উদ্দিন (৬০), একই গ্রামের তায়জাল হোসেনের ছেলে মিন্টু (৩০), আতাইকুলা থানার দাপুনিয়া গ্রামের শামসুল আলমের ছেলে ও শ্যামলী পরিবহনের চালকের সহকারী সোহেল রানা (৩০), শাহাজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের ফজলুল মাস্টারের ছেলে আবু সাইদ (২৫) ও অজ্ঞাতপরিচয় একজন।

নিহতদের পরিচয় জানিয়েছেন জেলার মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন।

সুজানগর সার্কেলের পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস পাবনা থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। আর সাদ্দাম পরিবহনের বাসটি সিরাজগঞ্জ থেকে পাবনার দিকে আসছিল।

“চিনাখরা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসই রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে পাঁচজন মারা যান।”

আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইউনুস আলী বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের লাশ পান।

“আর ২০-২২ জনকে আমাদের গাড়িতে করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।”

ওই হাসপাতালের চিকিৎসক জাহেদী হাসান রুমী বলেন, এখানে ২০ জনকে ভর্তি করার পর দুইজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর রাস্তায় যানজট সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

উভয় বাসের চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

SCROLL FOR NEXT