সমগ্র বাংলাদেশ

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ১৯ জনের কারাদণ্ড

Byকক্সবাজার প্রতিনিধি

সোমবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওসমান গণি এক বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। 

দণ্ডিতরা হলেন সামছুল আলম ওরফে কালু  (৩২), জাহেদ হোসাইন (১৮), অছিউল্লাহ (২৭), আউয়ুব আলী (৩১), আজিজুল হক (২৬), মকবুল আহমদ (১৮), রফিক আলম (২১), খাইরুল আমিন (৩৬), ফজল করিম (২৫), মোহাম্মদ ইলিয়াস (২১), মো. আব্দুল্লাহ (১৮), জাহাঙ্গীর আলম (৩২), জিয়াউর রহমান (১৮), আনোয়ার হোসেন (২৩), মোহাম্মদ রুবেল (২২), রাশেদুল হক (৩১), নূরুল আলম (২৫), মোহাম্মদ রুবেল (২৩) ও ইমাম হোসেন ওরফে নবী হোসেন (৩০)।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, আসামিদের বাড়ি টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায়। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি ভোরে বঙ্গোপসাগরের টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে দুটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে চার লাখ ইয়াবাসহ ১৯ জনকে আটক করে কোস্টগার্ড।

সেদিন সন্ধ্যায় কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার লেফট্যানেন্ট ডিক্সন চৌধুরী বাদী হয়ে তাদের বিরুদ্ধে আদালতে মাদক আইনে মামলা দায়ের করেন।      

তদন্ত শেষে একই বছরের ১৯ এপ্রিল পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

এপিপি ফরিদুল বলেন, ইয়াবা পাচারের মামলায় এ রকম দ্রুত রায় এটাই প্রথম।এর মধ্য দিয়ে ইয়াবা পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতরা অনেকটা নিয়ন্ত্রিত ভূমিকায় আসবে।

SCROLL FOR NEXT