সমগ্র বাংলাদেশ

খানসামায় বিদ্যুৎ পেল ৩৬০ পরিবার

Byদিনাজপুর প্রতিনিধি

বৃহস্পতিবার উপজেলার ভেড়ভেড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংযোগের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কীভাবে উন্নয়ন করতে হয়। তিনি সমস্যা চিহ্নিত করে উন্নয়ন করছেন।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামীতে তাকে প্রধানমন্ত্রী বানাতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান মন্ত্রী।

গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার জনগণের সুবিধার জন্য ভর্তুকি দিয়ে বিদ্যুৎ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। তাই বিদ্যুতের ব্যবহারে সর্তক হতে হবে।

২০১৮ সালের মধ্যে খানসামা উপজেলার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দেন তিনি।

ভেড়ভেড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সচীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভারপ্রাপ্ত জিএম আশরাফুল হক, খানসামা থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার বিদ্যুৎ পেয়েছে ভেড়ভেড়ীতে ১৭৬টি, ভেড়ভেড়ী পাইকার পাড়ায় ৮৩টি এবং আলোকঝাড়ি ইউপির গোবিন্দপুর গ্রামের ঘোলা পাড়ায় ৯৩টিসহ মোট ৩৬০ পরিবার।

SCROLL FOR NEXT