সমগ্র বাংলাদেশ

রাখাইনে সেনা, সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি

Byকক্সবাজার প্রতিনিধি

মঙ্গলবার বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম ও কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্নেল আরিফুল বলেন, “মিয়ানমার রাখাইন প্রদেশের সীমান্তের মংডু, বুচিডং ও রাচিডংসহ বেশ কয়েকটি এলাকায় কিছুদিন ধরে সেনা সমাবেশ বাড়িয়েছে।

“রোহিঙ্গা অনুপ্রবেশসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমরাও ফোর্স বাড়ানোর পাশাপাশি সীমান্তে নিরবচ্ছিন্ন টহল ও নজরদারি জোরদার করেছি।”

এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।

মিয়ানমার সরকার সে দেশের সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করায় সীমান্তে অতিরিক্ত সেনা সমাবেশ ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা এ বিজিবি কর্মকর্তার।

SCROLL FOR NEXT